হোম > সারা দেশ > কক্সবাজার

সমুদ্রে গোসলে নেমে পর্যটক নিখোঁজ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার দুপুরে শহরের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ পর্যটকের নাম মো. রাহাদ (১৮)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিখোঁজ পর্যটকের স্বজনদের বরাতে মনজুর মোরশেদ বলেন, আজ সোমবার সকালে খালা-খালুর পরিবারের সদস্যদের সঙ্গে মো. রাহাদও কক্সবাজার বেড়াতে আসেন। তারা হোটেলে ওঠার পর সৈকতে ঘুরতে বের হন। ঘোরাঘুরির একপর্যায়ে খালাতো ভাই-বোনদের সঙ্গে ডিভাইন রিসোর্ট সংলগ্ন সৈকতে গোসলে নামেন। 

এতে স্রোতের টানে তারা চারজন ভেসে যেতে থাকেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রাহাদ সাগরে ভেসে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক লাইফ গার্ড ও বিচকর্মিরা ঘটনাস্থলে উদ্ধারে নামলেও রাহাদের সন্ধান পাননি। 

টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে বিচকর্মী ও লাইফগার্ড কর্মীদের পাশাপাশি টুরিস্ট পুলিশের সদস্যরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

সি সেইফ লাইফ গার্ডের সুপার ভাইজার সাইফুল্লাহ সিফাত বলেন, সকাল থেকে সাগর উত্তাল রয়েছে। বাতাসের চাপও আছে। এ কারণে সৈকতের বিভিন্ন পয়েন্টে বিপৎসংকেত দিয়ে লাল পতাকা উঁচিয়ে দেওয়া হয়েছে। বিচ কর্মী ও লাইফগার্ড কর্মীরা ঝুঁকির কথা বলে পর্যটকদের সতর্ক করছে। তারপরও অনেক পর্যটক নির্দেশনা না মেনে উত্তাল সাগরে গোসলে নেমে বিপদের সম্মুখীন হচ্ছেন।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০