Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সমুদ্রে গোসলে নেমে পর্যটক নিখোঁজ 

কক্সবাজার প্রতিনিধি

সমুদ্রে গোসলে নেমে পর্যটক নিখোঁজ 

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার দুপুরে শহরের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ পর্যটকের নাম মো. রাহাদ (১৮)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিখোঁজ পর্যটকের স্বজনদের বরাতে মনজুর মোরশেদ বলেন, আজ সোমবার সকালে খালা-খালুর পরিবারের সদস্যদের সঙ্গে মো. রাহাদও কক্সবাজার বেড়াতে আসেন। তারা হোটেলে ওঠার পর সৈকতে ঘুরতে বের হন। ঘোরাঘুরির একপর্যায়ে খালাতো ভাই-বোনদের সঙ্গে ডিভাইন রিসোর্ট সংলগ্ন সৈকতে গোসলে নামেন। 

এতে স্রোতের টানে তারা চারজন ভেসে যেতে থাকেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রাহাদ সাগরে ভেসে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক লাইফ গার্ড ও বিচকর্মিরা ঘটনাস্থলে উদ্ধারে নামলেও রাহাদের সন্ধান পাননি। 

টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে বিচকর্মী ও লাইফগার্ড কর্মীদের পাশাপাশি টুরিস্ট পুলিশের সদস্যরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

সি সেইফ লাইফ গার্ডের সুপার ভাইজার সাইফুল্লাহ সিফাত বলেন, সকাল থেকে সাগর উত্তাল রয়েছে। বাতাসের চাপও আছে। এ কারণে সৈকতের বিভিন্ন পয়েন্টে বিপৎসংকেত দিয়ে লাল পতাকা উঁচিয়ে দেওয়া হয়েছে। বিচ কর্মী ও লাইফগার্ড কর্মীরা ঝুঁকির কথা বলে পর্যটকদের সতর্ক করছে। তারপরও অনেক পর্যটক নির্দেশনা না মেনে উত্তাল সাগরে গোসলে নেমে বিপদের সম্মুখীন হচ্ছেন।

সৈকতের বুকে বাড়িপুকুর, চুপ প্রশাসন

পানছড়িতে দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে গৃহবধূ নিহত

কুবি রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি, পাবেন না সুযোগ-সুবিধা

২৫০ টাকার জন্য মারামারি, প্রাণ গেল দলিল লেখকের

৯৪৬ শিক্ষার্থীর ৬০০ ফেল, পাস করানোর দাবিতে মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ডে পোষা কুকুর দিয়ে হরিণ শিকার, পরে বনে অবমুক্ত

কুমিল্লার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল তার পরিবার

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক