কক্সবাজারের রামুতে প্রাইভেট কার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের চাকমারকুল মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
রামু হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজবাহ উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরমুখী প্রাইভেট কার ও বিপরীতমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিকআপের হেলপার নিহত হন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।’
ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত পিকআপ ও প্রাইভেট কার দুটি জব্দ করা হয়েছে।