হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে একটি ভোটকেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার ইউপির ১৬ নম্বর খন্দকিয়ার ইউনুচনগর ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এর আগে সকালে উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ২টার দিকে একটি ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে প্রার্থী নুরুল আফছার সরকার (দুই পাতা) ও মো. নেজাম উদ্দীন প্রকাশ তনির (রজনীগন্ধা) সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ২টার দিকে প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ যাওয়ার পর তারা সটকে পড়ে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’
এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির বহিষ্কৃত দুই প্রার্থীসহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।