হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি: টোল আদায়ের পর ঝুমুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে টোল নিয়ে আপ্লুত ঝুমুর আক্তার। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল আদায়কারী। ঝুমুর বলেন, ‘আমি কখনো ভাবিনি, প্রধানমন্ত্রীর কাছ থেকে টোল আদায় করব। উনাকে এতটা কাছ থেকে দেখেছি, কথা বলেছি। এতটাই আনন্দিত, যা ভাষায় প্রকাশ করতে পারব না।’ 

আজ শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে নগরীর পতেঙ্গা প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর গাড়িবহর কর্ণফুলী টানেলের ভেতর দিয়ে আনোয়ারার উদ্দেশে যায়। পেছনে বেশ কটি বাসে ছিল তাঁর সফরসঙ্গী। মাত্র তিন মিনিটে আনোয়ারা প্রান্তে অবস্থিত টানেলের টোল প্লাজায় গিয়ে গাড়িবহর থামে। 

টানেলের ভেতর দিয়ে আনোয়ারা প্রান্তে পৌঁছে প্রথম যাত্রী হিসেবে সেখানে টোল দেন সরকারপ্রধান। এর আগে টোল আদায়কারী ঝুমুরের হাতে টাকা দিয়ে রসিদ নিয়ে তা সাংবাদিকদের দেখান শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে ওই কর্মীর সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে কিছুক্ষণ কথা বলতে দেখা গেছে। পরে প্রধানমন্ত্রী কর্ণফুলী উপজেলার কোরিয়ান ইপিজেড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন। 

সাংবাদিকেরা টোল আদায়কারী ঝুমুরের কাছে প্রতিক্রিয়া জানতে চান। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে পেয়েছি, টানেলের হওয়ার সঙ্গে আমার নিজেরও একটি স্বপ্ন পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী টানেলের প্রথম টোল প্রদানকারী এবং তাঁর কাছ থেকে টোল নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’ 

পিরোজপুরের মঠবাড়িয়া থানার বাসিন্দা ঝুমুর আক্তার চট্টগ্রামে বড় হয়েছেন। তিনি মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন। ছোটবেলায় পুলিশ হওয়ার স্বপ্ন ছিল ঝুমুরের। তিনি বলেন, ‘পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু আজ যে স্বপ্ন পূরণ হয়েছে তা মনে হয়েছে সেই স্বপ্নের চেয়ে অনেক গুন বেশি।’ 

টানেল উদ্বোধনের আগে আজ বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার ঢাকা থেকে চট্টগ্রামের নেভাল একাডেমিতে আসে। প্রধানমন্ত্রী চট্টগ্রামের পতেঙ্গায় উদ্বোধনস্থলে পৌঁছালে মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা স্বাগত জানান। ১১টা ৪০ মিনিটে কর্ণফুলী তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন