নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী স্টেডিয়ামে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেওয়ায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বুধবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। এদিকে, নাশকতার পরিকল্পনার অভিযোগে সদর, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার ১৪৪ ধারা জারি করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি, ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে হত্যার প্রতিবাদে আজ বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভার ডাক দেয় উপজেলা বিএনপি। বিএনপির এই কর্মসূচিকে প্রতিহত করার হুমকি দিয়ে একই দিন এবং একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। দুই দলের এ পাল্টাপাল্টি সভা-সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটার আশঙ্কায় এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে চৌমুহনী পৌর এলাকায় আজ ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার জানান, ১৪৪ ধারা চলাকালীন ওই এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দলের গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ মিছিল, র্যালি করা যাবে না। একই সঙ্গে চারজনের অধিক ব্যক্তি কোথাও জমায়েত হতে পারবেন না। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি-১৮৯৮-এর ১৪৪ ধারার বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তাঁরা।