চট্টগ্রামের মিরসরাই উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ও গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন মিরসরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন (৬৫), ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতের আমির ও জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. সিরাজুল ইসলাম (৪৫) এবং জামায়াত কর্মী অহিদুর নূর চৌধুরী (৫০)।
এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, থানায় মামলা থাকায় জামায়াত নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। আনোয়ারুল্লাহ আল মামুনকে কাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।