ঈদের নামাজ আদায়কালে মুসল্লিদের পকেট থেকে মোবাইল চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৩টি মোবাইল উদ্ধার করা হয়। গতকাল রোববার রাতে ও আজ সোমবার কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মারুফ হাসান (৩৬), মো. ইসমাইল ওরফে নিলয় (২৭) ও মো. মনছুর আলম (৪৪)।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, ঈদের দিন জমিয়াতুল ফালাহ মসজিদে আগত মুসল্লিদের পকেট থেকে মোবাইল চুরি করে একটি চক্র। এ নিয়ে বেশ কয়েকজন থানায় অভিযোগ দিলে পরে অভিযুক্তদের শনাক্ত করে অভিযানে নামে পুলিশ। পরে রোববার রাতে চোরাই মোবাইল ফোন কেনা–বেচার সঙ্গে যুক্ত মারুফ হাসান নামে একজনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৪টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আজ মো. ইসমাইল ও মনছুর আলমকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আরও ৯টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল কেনা–বেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।