হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাভার্ডভ্যানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানে ঝুঁকিপূর্ণ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন করে গ্যাস বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে র‍্যাব। এ সময় ৬১৪টি গ্যাস ভর্তি সিলিন্ডারসহ চারটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। 

গতকাল উপজেলা সাতকানিয়ার কেরানীহাট-বান্দরবান সড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হলেও আজ সোমবার র‍্যাবের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়।

এই ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটকেরা হলেন–মো. আজিজুল হক (৪৫), মো. আলমগীর (৪০) ও হুমায়ন কবির (২৭)। অভিযুক্তরা উপজেলাটির কেঁওচিয়া ও হাতুরাপাড়া গ্রামের বাসিন্দা। 

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সাতকানিয়ার ওইস্থানে অভিযান চালালে তাঁরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ ছাড়া তাঁদের বিস্ফোরক অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না। পরে তাঁদের আটক করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে কাভার্ডভ্যানের ভেতরে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন তৈরি করে ব্যবসা করছে। বিশেষ প্রক্রিয়ায় কাভার্ডভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে গ্যাসগুলো মজুত করা হয়। 

পরে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশাগুলোর কাছে এসব গ্যাস চড়া মূল্যে বিক্রি করা হয়। প্রতিটি কাভার্ডভ্যানে গড়ে দেড় শ ওপরে সিলিন্ডার স্থাপন করা ছিল।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ