কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ১৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার চারিপাড়া বাজার এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কের পাশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। এ সময় ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. দিদার হোসেন ও সহকারী উপপরিদর্শক মো. শাহাবুল ইসলামের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদ।