রাঙ্গামাটি ও বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় ট্রাক উল্টে খাদে পড়ে ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৮ জন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থলেই নিহত হন ছয়জন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত সড়কের কাজ শেষে ডাম্প ট্রাকে করে ফিরছিলেন শ্রমিকেরা। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়েছে।’
আবদুল আওয়াল আরও বলেন, ‘কারও নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তারা সবাই গাজীপুর থেকে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
নিহতরা হলেন কিশোরগঞ্জের আব্দুল মোহন (১৬), বাবু (২০), এরশাদুল হক ও মো. শাহ আলম (৩১), গাজীপুরের সাগর (২২) ও অলিউল্লাহ (৩৫), কক্সবাজারের রামুর জসীম উদ্দিন (২৮) এবং ময়মনসিংহের তপু হাসান (২৮)। নিহত আরেকজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
বুধবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই শ্রমিকেরা কাজ শেষে ট্রাকে করে উপজেলা সদরে ফিরছিলেন।
এর আগে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, ‘আমরা ছয়জন নিহতের খবর পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।’
সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে শ্রমিকবাহী ট্রাক, নিহত ৬ সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে শ্রমিকবাহী ট্রাক, নিহত ৬ দুর্ঘটনার পর সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা জানিয়েছেন, ‘ট্রাকে মোট ১৭ জন লোক ছিলেন। এর মধ্যে শুধু ৩ জন একটু সুস্থ আছেন। ৬ জন মারা গেছেন।’
অতুলাল চাকমা আরও বলেন, ‘মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হচ্ছে।’