ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালকের সহকারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, কিশোরগঞ্জের নিকলী উপজেলার টিক্কলহাটি গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে সাইফ (২০) ও একই গ্রামের বাসযাত্রী কাশেম মিয়ার ছেলে রাজু (২০)।
পুলিশ জানায়, কুমিল্লা অভিমুখী বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে পেছনে ধাক্কা দেয়। তাতে বাসের কয়েকজন যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর অবস্থায় সাইফ ও রাজুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার শ্যানাল আজকের পত্রিকাকে বলেন, দুজনের লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। বাস ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে।