ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে জমিতে হালচাষ করতে গিয়ে বজ্রপাতে জইন উদ্দিন (৩৮) নামে এক কৃষক মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত কৃষক জইন উদ্দিন উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আজ সকালে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় কৃষক জইন উদ্দিন বাড়ির পাশের জমিতে হালচাষ করছিলেন। পরে ভোর ৬টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয় ইউপি সদস্য নজর আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ভোরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কৃষক জইন উদ্দিনের মৃত্যু হয়।