হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি সরকারে গেলে শিক্ষকদের সকল যৌক্তিক দাবি মেনে নেবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

শনিবার বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সব দাবি-দাওয়া মেনে নেওয়া হবে।’ আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের জেলা শাখা আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, ‘গত ১৭ বছর ধরে শিক্ষক, ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ পেশাজীবী মানুষ শেখ হাসিনার নির্যাতনের শিকার ছিলেন। গণহত্যার দায়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার হাসিনা। এই দেশের মানুষ খুনি শেখ হাসিনাকে রক্ষা করবে না। তাঁর বিচার বাংলার মাটিতে হবেই হবে।’

তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ। আর এই হারিয়ে যাওয়া গণতন্ত্র ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাত থেকে উদ্ধারে প্রাণ দিয়েছে এ দেশের ছাত্র-জনতা। তাই গণতন্ত্রের ভিত শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন মূল চ্যালেঞ্জ। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।’

সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিএনপির এই নেতা আরও বলেন, ‘এখন দেশের মানুষ নির্বাচন চায়। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। গণতন্ত্রের জন্য এবং দেশের মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করছে বিএনপি। এটি এখনো অব্যাহত রয়েছে। দেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তাদের সার্বিক সহযোগিতা করছে বিএনপি। কিন্তু অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও তার দোসররা। কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।’

এ সময় আরও বক্তব্য রাখেন—লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ও সম্রাট খীসা, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক ফিরোজ আলমসহ জেলা ও উপজেলা শিক্ষক নেতৃবৃন্দ।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন