Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে সমুদ্রে ডুবে পর্যটকের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে সমুদ্রে ডুবে পর্যটকের মৃত্যু 

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে ইকবাল হোসেন (৫২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। ওই পর্যটক গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা মিন্নাত আলীর ছেলে বলে জানা গেছে। 

টুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা জানান, ইকবাল পরিবার নিয়ে সমুদ্র সৈকতে গোসলে নামেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। এরপর তাঁকে লাইফ গার্ড কর্মীরা দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। 

নিহতের মেয়ে সিরাজুম মনিরা বলেন, মা-বাবা, ভাই ও বোন মিলে পরিবারের সবাই বেড়াতে এসেছিলাম। বাবা হাঁটু পানিতে নেমে হঠাৎ অজ্ঞান হয়ে পানিতে ডুবে যান। পরে লাইফ গার্ড কর্মীরা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই পর্যটকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) চৌধুরী মিজানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। 

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

হাসপাতাল থেকে অন্যের বাচ্চা নিয়ে উধাও নারী

কাজের সন্ধানে এসে অপহরণ চক্রের আস্তানায় যুবক, উদ্ধার করল যৌথ বাহিনী

চট্টগ্রামে টেম্পোচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে মানুষ

নোয়াখালীতে ৯টি চোরাই মোবাইলসহ কক্সবাজারের তিন যুবক আটক

পাঁচ মাসের ব্যবধানে লারমা স্কয়ারে ফের আগুন

তথ্যগত ভুলে টিসিবি পণ্যবঞ্চিত ৫ হাজার পরিবার

দলছুট বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে নারীর মৃত্যু

কুমিল্লা মেডিকেলের পঞ্চম তলার বারান্দা থেকে পড়ে রোগীর মৃত্যু