হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে পৃথকস্থান থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার 

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে ৬ ঘণ্টার ব্যবধানে হাবিবা আক্তার (১৫) নামে ও সিয়াম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের জমাদ্দার বাড়ি থেকে হাবিবার এবং একই দিনদুপুরে সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা গ্রাম থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি চাঁদপুর মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে পৃথক দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের জমাদ্দার বাড়ির আবুল বাশারের মেয়ে হাবিবা আক্তার পরিবারের সদস্যদের অগোচরে বুধবার রাতে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আজ বৃহস্পতিবার ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে মরদেহ দেখতে পান। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। হাবিবা স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। দুই ভাই, তিন বোনের মধ্যে সবার ছোট সে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। 

অপরদিকে, সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা গ্রাম থেকে সিয়াম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিয়াম বৃহস্পতিবার সকালে বিষপান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাঁকে দ্রুত পার্শ্ববর্তী হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মনতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০