হোম > সারা দেশ > চট্টগ্রাম

নুরের বক্তব্যের সময় বিদ্যুৎবিভ্রাট, ‘জড়িতদের চাকরিচ্যুত করতে হবে’

নোয়াখালী প্রতিনিধি

মাইজদীতে হরিনারায়ণপুর স্কুল মাঠে গণঅধিকার পরিষদের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর মাইজদীতে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎবিভ্রাটে ক্ষোভ জানান গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এ সময় নেতা-কর্মীরা নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। কয়েক মিনিট পরে বিদ্যুৎ লাইন সচল হয়।

ঘটনাটি ঘটে আজ শনিবার বিকেলে মাইজদীতে হরিনারায়ণপুর স্কুল মাঠে।

বিদ্যুৎ বন্ধ থাকার সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হ্যান্ড মাইকে বলেন, ‘ঢাকায় গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে। বিদ্যুতের লাইন যারা বন্ধ করেছে তাদের চাকরিচ্যুত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। আমার বক্তব্যের শুরুতেই ষড়যন্ত্র করে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গণঅধিকার পরিষদের জোয়ার ঠেকানো যাবে না।’

মাইজদীতে হরিণারায়নপুর স্কুল মাঠে গণঅধিকার পরিষদের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

এ সময় নোয়াখালী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলুজ্জামান, শহীদুল ইসলাম ফাহিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকারের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফরহাদুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ওসমান গনি রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের। সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুর রহিম।

এদিকে বিদ্যুৎবিভ্রাটে বিষয়ে জানতে চাইলে নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার বলেন, ‘গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল ২টা থেকে ৫টা পর্যন্ত প্রোগ্রাম করবেন। কিন্তু ৫টার পরও প্রোগ্রাম চালিয়ে যাবেন, তা আমাদের অবগত করেননি। এখানে ভুল-বোঝাবুঝি হয়েছে। পরে তারা ফোন করার সঙ্গে সঙ্গে আমরা পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করেছি। এখানে ষড়যন্ত্রের কিছু নেই।’

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

সেকশন