Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবার টানেলের ভেতরে প্রাইভেট কারে বাসের ধাক্কা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

এবার টানেলের ভেতরে প্রাইভেট কারে বাসের ধাক্কা

মাত্র তিন দিন আগে উদ্বোধন হয়েছে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই টানেলে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার। কিন্তু নির্ধারিত গতিসীমা না মানার কারণে ঘটছে একের পর দুর্ঘটনা। এবার টানেলের ভেতরে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাইভেট কারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, টানেলের ভেতরে পাল্লা দিয়ে চলছে যাত্রীবাহী একটি বাস। বাসের সামনে রয়েছে সাদা রঙের প্রাইভেট কারটি। একপর্যায়ে গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে চালক ধাক্কা দেন কারটিকে। এ সময় কারটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেলের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা বাস ও কারটি জব্দ করেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু টানেলের উপপ্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুতগতির বাস একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। তবে এতে টানেলের কোনো ক্ষতি হয়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।’

এর আগে গত রোববার দিবাগত রাত ৩টার দিকে টানেলে প্রতিযোগিতায় মেতে উঠেছিল উঠতি বয়সী ছেলেরা। দামি স্পোর্টস কার নিয়ে বিপজ্জনক গতিতে প্রতিযোগিতায় নামে তারা। একপর্যায়ে প্রাডো গাড়ির ধাক্কায় টানেলের আনোয়ারা প্রান্তে টোল প্লাজার পাশের রেলিং ভেঙে যায়। গাড়িটি আনোয়ারা থেকে পতেঙ্গার দিকে যাচ্ছিল।

ঘটনার পর নিরাপত্তারক্ষীরা গাড়িটি জব্দ করে। পরে গত সোমবার রেলিংয়ের ক্ষতি বিবেচনা করে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলের উদ্বোধন করেন। পরদিন ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য টানেল খুলে দেওয়া হয়।

নোয়াখালীতে ঘরে চোর দেখে চিৎকার, গৃহবধূকে কুপিয়ে হত্যা

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন কমিটির শীর্ষ নেতারা

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

সাজেকে ৪ ঘণ্টা ধরে পুড়ল রিসোর্টসহ ৯৪ স্থাপনা, পর্যটকদের যেতে মানা

চট্টগ্রামে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

চট্টগ্রামে হত্যার পর লাশ গুম, ঠিকাদারের মৃত্যুদণ্ড

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে সংহতি জানালেন হাসনাত

শিক্ষিকার প্রহারে গুরুতর আহত শিশুশিক্ষার্থী

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ