চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জন কিশোরগ্যাং সদস্যকে আটক করা হয়। এর মধ্যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।