Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারে সংঘাত: ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষাকেন্দ্র সরানোর সিদ্ধান্ত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

মিয়ানমারে সংঘাত: ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষাকেন্দ্র সরানোর সিদ্ধান্ত

মিয়ানমারে চলমান সংঘাতের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র অন্যত্র সরানো হচ্ছে। আজ সোমবার বেলা ১২টার দিকে বিদ্যালয়টি পরিদর্শন করে এ তথ্য জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, এসএসসি পরীক্ষার মূলকেন্দ্র ছিল ঘুমধুম উচ্চবিদ্যালয়। সীমান্ত পরিস্থিতির কারণে ঘুমধুম উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন হয়ে অন্যত্র হচ্ছে। একই ইউনিয়নের ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুটি ভবনে ৫০২ জন পরীক্ষার্থী আসন্ন ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা দেবে। ইতিমধ্যে মন্ত্রণালয়ের পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এ কেন্দ্রে মোট তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নিচ্ছে। ঘুমধুম উচ্চবিদ্যালয়, কুতুপালং উচ্চবিদ্যালয় ও বালুখালী কাশেমিয়া উচ্চবিদ্যালয়। পরে বিভাগীয় কমিশনার ঘুমধুম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন—চট্টগ্রাম রেঞ্জের ডি আইজি নুরী আলম মিনার, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, ঘুমধুম চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম সাংবাদিকদের বলেন, সীমান্তের পরিস্থিতি আগে থেকে অনেক ভালো হয়েছে। সীমান্তের বিষয় নিয়ে মন্ত্রণালয়ের পর্যায়ের আলাপ-আলোচনা হচ্ছে এবং সহসা একটি সিদ্ধান্ত আসবে।

তিনি আরও বলেন, সীমান্তে রয়েছে আমাদের সীমান্ত রক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ