হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবককে জিম্মি করে প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় নিজেদের ঘরে ঢুকে ১৯ বছরের এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে সোমবার রাত ১০টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকা থেকে পুলিশের একটি টিম তাঁদের গ্রেপ্তার করে। গত রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার বৈরাগ ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে। 

গ্রেপ্তাররা হলেন গুয়াপঞ্চক এলাকার মৃত মোহাম্মদ কামালের ছেলে মোহাম্মদ সাকিব (২০) ও একই এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে সাইফুল ইসলাম মানিক (২২)।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ভুক্তভোগী তরুণী আজকের পত্রিকাকে বলেন, ‘বাঁশখালীর এক ছেলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক রয়েছে। সে মোটরসাইকেল নিয়ে আমাদের বাড়িতে আসলে তাঁকে মারধর করে পাহাড়ে নিয়ে যায়। এ সময় আমাকে ঘরের মধ্যে আটকে রাখে তারা। এরপর আমার হাত ও মুখ বেঁধে একের পর এক ধর্ষণ করে। কাউকে বললে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে যায়।’ 

ভুক্তভোগীর বড় বোন আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার সকালে আমি আমার মাকে ডাক্তার দেখানোর জন্য চট্টগ্রাম শহরে যাই। ঘরের মধ্যে আমার ছোট বোন ও আমার তিন ছেলে ছিল। এ সময় বোনের বন্ধু তার সঙ্গে দেখা করতে আসলে, এলাকার বখাটে ছেলেগুলো তার মোটরসাইকেল নিয়ে মারধর করে পাহাড়ে নিয়ে যায়। ঘরের মধ্যে আটকে রাখে আমার বোনকে। তাকে মারধর করে একের পর এক গণধর্ষণ করে তারা। পরের দিন সোমবার তার স্বাস্থ্যের অবনতি হলে ঘটনাটি আমাদের জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় জড়িতদের পুলিশ গ্রেপ্তার করে।’ 

তিনি আরও বলেন, ‘পাহাড়ে আটকে থাকা বোনের বন্ধুকে তার বাবা নগদ ৭৫ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে নিয়েছে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ