খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির গুইমারায় রাস্তার থেকে রমজান আলী (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্বার করেছে পুলিশ। গুইমারা থানার ওসি মো. রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
গুইমারা উপজেলার সিন্দুকছড়ি-মহালছড়ি সড়কের পঙ্খীমুড়া এলাকা থেকে আজ শুক্রবার ভোরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় পরিচয়পত্রের তথ্য মতে, নিহত যুবকের নাম রমজান আলী (৩০)। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার ইউনুস সিকদারের ছেলে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার ভোর ৪টার দিকে গলাকাটা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি মরদেহের প্রায় এক কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।