হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোটাররা নিরাপদে থাকবেন, নিরাপত্তার দায়িত্ব আমাদের: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, ‘আপনারা (ভোটাররা) নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের যে সক্ষমতা আছে, সে আলোকে বলতে পারি, আপনারা নিরাপদ থাকবেন। যদি কোনো ব্যত্যয় ঘটে বা কেউ ব্যত্যয় ঘটাতে চায়, তার বিরুদ্ধে শক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

আজ সোমবার নগরের জামালখানে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এর আগে পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি দল নগরের বিভিন্ন সংসদীয় এলাকার ভোটকেন্দ্র পরিদর্শনে যান। পরে প্রেস ব্রিফিংয়ে অংশ নেন তিনি। 

কৃষ্ণ পদ রায় বলেন, ‘মহানগরীতে যেসব ভোটকেন্দ্র রয়েছে, সেখানে সংঘাতের শঙ্কার কোনো কারণ নেই। আমরা একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, নির্বাচনকে ঘিরে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে চান বা সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করতে চান, তাহলে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’ 

কমিশনার আরও বলেন, ‘নির্বাচনের দিন সিএমপির পক্ষ থেকে ৪ হাজার ৫০০ জন ফোর্স মাঠে থাকবে। চট্টগ্রাম মহানগরীতে যেসব অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, সেখানে আমাদের ফোর্সের উপস্থিতি তুলনামূলক বেশি থাকবে। পাশাপাশি আমাদের সঙ্গে স্ট্রাইকিং ফোর্স থাকবে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন