হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ছাত্রদলের ১৮ ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ও মুরাদপুর ইউনিয়ন ছাত্রদলের ১৮টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী মো. সেলিম উদ্দিন ও সদস্যসচিব মো. কোরবান আলী সাহেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন। এর আগে গত শুক্রবার রাতে ওই দুই ইউনিয়নের সব ওয়ার্ডের কমিটি বিলুপ্তের চিঠি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন কাজী সেলিম উদ্দিন।

ছাত্রদলের আহ্বায়ক কাজী মো. সেলিম উদ্দিন বলেন, দলের শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুরাদপুর ও কুমিরা ইউনিয়ন ছাত্রদলের আওতাধীন সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

কাজী মো. সেলিম উদ্দিন আরও বলেন, গত ১০ অক্টোবর কুমিরা এবং ২৮ অক্টোবর মুরাদপুর ইউনিয়নের সব ওয়ার্ডের ছাত্রদলের কমিটি নতুন করে গঠন করা হয়েছিল। ইউনিয়ন কমিটি ওয়ার্ডের কমিটিগুলো গঠন করে। কিন্তু উপজেলা কমিটির অনুমোদন না নিয়ে নিজেদের মতো করে কমিটিগুলো গঠন করে।

কাজী সেলিম উদ্দিন বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা হচ্ছে ৫ আগস্টের পর থেকে দেশের কোথাও নতুন করে ছাত্রদলের কমিটি গঠন করা হবে না। তাই নির্দেশনা ভঙ্গ করে কমিটি গঠন করায় এ দুই ইউনিয়নের ১৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় নির্দেশনা পেলে পুনরায় নতুন করে কমিটি গঠনের অনুমতি দেওয়া হবে।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন