Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুর জেলা আ.লীগ যুগ্ম সম্পাদক জহির গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা আ.লীগ যুগ্ম সম্পাদক জহির গ্রেপ্তার
চাঁদপুর জেলা আ.লীগ যুগ্ম সম্পাদক জহির গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিটা যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গতকাল শনিবার চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনী সাধারণ সভায় বৈষম্যবিরোধী আন্দোলনের কথা বলায় জহিরুল ইসলামের হাতে লাঞ্ছনার শিকার হন জেলা সমবায় উপসহকারী নিবন্ধক মোহাম্মদ বিল্লাল হোসেন।

ওই সময় তিনি সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং সমবায় কর্মকর্তার দিকে তেড়ে আসেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে।

গত ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় সদর মডেল থানায় অ্যাডভোকেট জহিরুল ইসলামের নামে মামলা রয়েছে।

এ ছাড়া তাঁর স্ত্রী সাবেক অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি (৫৫) হত্যা মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন আওয়ামী লীগের এই নেতা।

চট্টগ্রাম নগরে পানিসংকট, গ্রাহকদের ওয়াসা অফিস ঘেরাও

জ্যোতি ও সৌরভ বিক্রি ৪৫ কোটি ৮৬ লাখ টাকায়

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

রাজস্থলীতে প্রসবকালে শাবকসহ বন্য হাতির মৃত্যু

কর্ণফুলীতে শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ২ জন আটক

লক্ষ্মীপুরের সাবেক এমপি নাজিম উদ্দিন আর নেই

দালালেরা সর্বেসর্বা, চুরি নিত্যদিন

কচুয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর সন্তান প্রসবের পর মৃত্যু, যুবক গ্রেপ্তার

চাঁদপুরে অস্ত্রের মুখে কিশোরীকে অপহরণ, থানায় অভিযোগ