রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় এক ইউপি সদস্যের বসতঘর থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন ১৭ কেজি এবং ১২ ফুট লম্বা। আজ শনিবার সকালে ৭ নম্বর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিবু বড়ুয়ার বসতঘরের ছাদ থেকে সাপটি উদ্ধার করা হয়।
ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু বলেন, উদ্ধারের পর সাপটিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অজগরটি খাবারের সন্ধানে বসতঘরে ছাদে গিয়েছিল। এটি ছাদে বসে ছিল। শব্দ শুনে পরিবারের লোক ছাদে সাপটিতে দেখতে পায়।