চট্টগ্রামে ট্রাকচাপায় তৃপ্তি ধর (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুন) বেলা সোয়া ১১টার দিকে কোতোয়ালি থানার পুরাতন ফিশারিঘাটে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।
নিহত তৃপ্তি ধর কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ভজন চন্দ্র সূত্রধরের মেয়ে। তিনি নগরের কোতোয়ালি থানার নন্দনকানন ২ নম্বর গলিতে থাকতেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেন। জাহিদুল কবির বলেন, ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে তৃপ্তি ধর নামে ওই মোটরসাইকেল আরোহী নিহত হন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘাতক ট্রাকটির (সাতক্ষীরা-ট-১১০৫০১) চালক মো. আলমগীরকে আটক করা হয়েছে।