Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাগরের ঢেউয়ের ধাক্কায় মেরিন ড্রাইভে ভাঙন

কক্সবাজার প্রতিনিধি

সাগরের ঢেউয়ের ধাক্কায় মেরিন ড্রাইভে ভাঙন

সাগরের ঢেউয়ের ধাক্কায় কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন দেখা দিয়েছে। দুই দিন ধরে টেকনাফ উপজেলার মুন্ডারডেইল ও খুরেরমুখ এলাকায় তিনটি স্থানে অন্তত ১২০ মিটার সড়কের মাটি সরে গেছে। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে সড়কটি সাগরে তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

গত বছর বর্ষা মৌসুমে একই এলাকায় কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছিল। এই এলাকায় সাগর থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে বারবার ভাঙছে বলে অভিযোগ স্থানীয়দের। 

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৭ জুন) সকালে টেকনাফের মুন্ডার ডেইল এলাকায় প্রায় ১০০ মিটার ভেঙে গেছে। জোয়ারের সময় ঢেউয়ের চাপে ভাঙনরোধে বসানো জিও ব্যাগ ছিঁড়ে যায়। এতে ঢেউয়ের আছড়ে পড়ে মেরিন ড্রাইভে। 

স্থানীয় মোহাম্মদ ইসমাইল বলেন, গত বছরের আগস্টে সাগরে পানির উচ্চতা বেড়ে মেরিন ড্রাইভের বিভিন্ন এলাকায় ভাঙন ধরে। এ বছর বর্ষা শুরুর আগেই ভাঙন ধরেছে। 

সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম উদ্দিন বলেন, মেরিন ড্রাইভের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। দ্রুত ভাঙনরোধ করা না গেলে সড়ক বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। 
 
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘বিষয়টি সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে জানানো হয়েছে। তারা সেনাবাহিনীর সঙ্গে কথা বলে ভাঙন ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে।’ 

সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানিয়েছে, কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত ৮৪ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। সড়কটি তাদের অধীন হলেও নির্মাণ তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখনো বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি ইউনিটের।

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

হাতিয়ায় লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম

থানচিতে পাহাড়িদের বিয়ে নিবন্ধনের কাজ শুরু হচ্ছে

কসবায় পাহাড় কাটার সময় মাটিচাপায় মৃত্যু

মুক্তিযোদ্ধার নাতি সেজে ১২ বছর পুলিশে চাকরি, অবশেষে গ্রেপ্তার

ক্যানসারে আক্রান্ত বাবার মৃত্যুর ২ মাসের মধ্যে খুন হন রিকশাচালক জাহিদুল

আনোয়ারায় বাজার স্থিতিশীল রাখতে অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২১

প্রেমের বিয়েতে বাধা যৌতুকলোভী বাবা, স্কুলছাত্রের আত্মহত্যা

আশুগঞ্জ সার কারখানায় ফের বন্ধ ইউরিয়া উৎপাদন