Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজার ডিবির ওসিসহ ৭ পুলিশ সদস্য প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার ডিবির ওসিসহ ৭ পুলিশ সদস্য প্রত্যাহার

জব্দ ইয়াবা বিক্রির অভিযোগে এবার কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে (ক্লোজড) পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়‍া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন ডিবি পুলিশের ওসি জাহাঙ্গীর আলম, এসআই সমীর গুহ, কনস্টেবল জাহিদুল ইসলাম রানা, সাইফুল হাসান, মো. রেজাউল করিম খান, মোহাম্মদ ইরফান ও কনস্টেবল (গাড়িচালক) রিয়াজ উদ্দিন।

এর আগে গত সোমবার কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রহমত উল্লাহকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপার, ডিবির ওসিসহ আট পুলিশের বিরুদ্ধে জব্দ করা ইয়াবা বিক্রি করার অভিযোগ নিয়ে সোমবার একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে তদন্তের জন্য চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াহিদুল হক চৌধুরী বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।

১৭ ফেব্রুয়ারি প্রকাশিত ওই সংবাদে বলা হয়, ৬ জানুয়ারি ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া থেকে ৪ লাখ ৯০ হাজার ইয়াবাসহ একটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো জব্দ করা হয়। ওই অভিযানে ডিবির ওসি জাহাঙ্গীর আলম ও এসআই সমীর গুহের নেতৃত্বে একটি দল চারজনকে আটক করেছিল। কিন্তু ইয়াবার বাজারমূল্য হিসাব করে ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে তিন কারবারিকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়া হয়।

কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে ২ ছাত্রদল নেতা আহত

লোহাগাড়ায় বাস-মাইক্রোর সংঘর্ষে ৭ জনের মৃত্যু

চট্টগ্রামে জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তাঁর স্ত্রীসহ ৭ জনের নামে মামলা

লক্ষ্মীপুরে দুই গ্রুপের গোলাগুলি, শিশু গুলিবিদ্ধ

কুমিল্লায় বিদ্যুতের খুঁটির সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩

দেশে কেউ আ.লীগকে পুনর্বাসন করতে পারবে না: হান্নান মাসউদ

ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে প্রাণ হারালেন সৎভাই-বোনের হাতে

ফেনীতে জুলাই শহীদের কবর জিয়ারত করলেন এনসিপি নেতারা

ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল

ঈদের দিন নতুন শাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূর হাসপাতালে মৃত্যু