কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আবারও টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুতকেন্দ্রের স্পিল ওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে জলকপাটগুলো খুলে দেওয়া হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ওই সময় প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির লেভেল ১০৮.৫৫ ফুট অথ্যাৎ সি লেভেল।’
এর আগে গত ২৫ আগস্ট সকাল ৮টায় প্রথম ধাপে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরে পানি কমে আসায় ৯ সেপ্টেম্বর জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়।