Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

রামুতে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

কক্সবাজারের রামুতে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলবীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো রাজারকুল ইউনিয়নের মৌলবীপাড়া গ্রামের প্রবাসী আব্দুল্লাহর ছেলে রিহাব (৭) ও মেয়ে মারিয়া (৫)।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গতকাল বিকেল থেকে খেলাধুলা করতে বের হয়ে দুই ভাইবোন নিখোঁজ হয়। সন্ধ্যার দিকে স্থানীয় জেলে হাসমত উল্লাহ মৌলবীপাড়া রেললাইন ব্রিজের মুখের ডোবায় জাল ফেলেন। একপর্যায়ে তাঁর জালে দুই শিশুর লাশ উঠে আসে। এ সময় জেলে হাসমত উল্লাহ ভয়ে চিৎকার করেন। পরে স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এরশাদ উল্লাহ বলেন, বিকেলে দুই ভাইবোনকে স্থানীয়রা একসঙ্গে এলাকায় ঘুরতে দেখেছে। সন্ধ্যায় রেললাইন ব্রিজের মুখের একটি ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ডোবায় পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে কেউ থানায় কিছু জানায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ দেওয়া হয়নি।

কুমিল্লার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল তার পরিবার

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বিছানায় পড়েছিল স্ত্রী-শ্যালিকার লাশ, স্বামী পলাতক

ছিনতাইয়ের শিকার নারী ধাওয়া দিয়ে ধরলেন ২ ছিনতাইকারীকে

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ