হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলবীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো রাজারকুল ইউনিয়নের মৌলবীপাড়া গ্রামের প্রবাসী আব্দুল্লাহর ছেলে রিহাব (৭) ও মেয়ে মারিয়া (৫)।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গতকাল বিকেল থেকে খেলাধুলা করতে বের হয়ে দুই ভাইবোন নিখোঁজ হয়। সন্ধ্যার দিকে স্থানীয় জেলে হাসমত উল্লাহ মৌলবীপাড়া রেললাইন ব্রিজের মুখের ডোবায় জাল ফেলেন। একপর্যায়ে তাঁর জালে দুই শিশুর লাশ উঠে আসে। এ সময় জেলে হাসমত উল্লাহ ভয়ে চিৎকার করেন। পরে স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এরশাদ উল্লাহ বলেন, বিকেলে দুই ভাইবোনকে স্থানীয়রা একসঙ্গে এলাকায় ঘুরতে দেখেছে। সন্ধ্যায় রেললাইন ব্রিজের মুখের একটি ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ডোবায় পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে কেউ থানায় কিছু জানায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ দেওয়া হয়নি।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ