চট্টগ্রামের পাঁচলাইশের হিলভিউ আবাসিক এলাকায় একটি ভবনের আট তলা থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. সারোয়ার। তিনি বাঁশখালির পশ্চিম চাম্বলের মৃত খোরশেদ আলমের ছেলে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবীর জানান, ভবনটিতে কাজ করার সময় অসাবধানতাবশত আট তলা থেকে নিচে পড়ে যান সারোয়ার। পরে ঘটনাস্থল থেকে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায় পাঁচলাইশ থানা-পুলিশ। সেখানেই তিনি মারা যান।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায় সারোয়ারের। তাঁকে উদ্ধার করে এখানে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।