হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছিনতাইয়ের শিকার নারী ধাওয়া দিয়ে ধরলেন ২ ছিনতাইকারীকে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি 

আটক দুই ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনে প্রকাশ্যে ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রী ছিনতাইকারীদের কবলে পড়েন। দেশি অস্ত্র ঠেকিয়ে তাঁর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। ওই নারী ছিনতাইকারীদের পিছু নিয়ে একপর্যায়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুজনকে ধরে ফেলেন।

গতকাল রোববার ১২টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া কানড়া ঈশা খাঁ সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

ভুক্তভোগী ইয়াছমিন আক্তার বলেন, সকালে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে উপজেলার শহীদনগরে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে অটোরিকশাটি মহাসড়কের দাউদকান্দি উপজেলার বারপাড়া কানড়া ঈশা খাঁ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে আরেকটি অটোরিকশা তাঁকে বহনকারী অটোরিকশার গতিরোধ করে।

ছিনতাইকারীরা রামদা ঠেকিয়ে তাঁর কাছ থেকে ৫০০ টাকা ও মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। মোবাইল ফোনের বিকাশ নম্বরে আরও টাকা ছিল। সেই টাকার জন্য সাহস করে তাৎক্ষণিক ছিনতাইকারীদের পেছন নেন ইয়াছমিন।

একপর্যায়ে উপজেলার সাতপাড়া গ্রামের কাছে দুই ছিনতাইকারীকে দেখতে পেয়ে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার দেন ইয়াছমিন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে ওই দুজনকে ধরে পিটুনি দেয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কয়েকজন।

খবর পেয়ে সেখান থেকে দুই ছিনতাইকারীকে আটক করে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। ইয়াছমিন আক্তার উপজেলার মোহাম্মদপুর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী।

আটক দুই ছিনতাইকারী হলেন দাউদকান্দি পৌর সদরের তুজারভাঙ্গা গ্রামের হোসেন মিয়া (২৯) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বেড়াতি গ্রামের দেলোয়ার হোসেন (১৯)।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদা আক্তার বলেন, আটক দুই ছিনতাইকারীর শরীরে মারধরের চিহ্ন রয়েছে। স্থানীয় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, স্থানীয় জনগণ পুলিশের সহযোগিতায় দুই ছিনতাইকারীকে আটক করে। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে তাদের উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

বন্য হাতির ভয় আপাতত নয়

সাংগ্রাই উৎসবে রঙিন পাহাড়

রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

চট্টগ্রাম ডিসি হিলের মঞ্চে দুর্বৃত্তের হামলা, বর্ষবরণ অনুষ্ঠান বাতিল

চট্টগ্রাম ও চবিতে বর্ষবরণের যত আয়োজন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আরও ৮ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে

কর্ণফুলীতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক এমপি নদভী

সীতাকুণ্ডে লিফট ছিঁড়ে পড়ে কারখানার দুই শ্রমিক নিহত

মারমাদের সাংগ্রাই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা