হোম > সারা দেশ > চট্টগ্রাম

পিয়নের মাধ্যমে ঘুষ, বেকায়দায় কাস্টমস কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাহাজ আমদানির শুল্কায়ন নিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম কাস্টম হাউসের এক উপকমিশনারের বিরুদ্ধে। অফিস সহকারীর মাধ্যমে এই অর্থ চাওয়া হয়। যদিও ওই উপকমিশনার ঘুষ চাওয়ার কথা অস্বীকার করেছেন। এ ঘটনায় উল্টো আমদানিকারককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জানা গেছে, কর্ণফুলী লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের দুটি জাহাজ আমদানির ফাইল শুল্কায়নের সময় এই ঘুষ চাওয়ার ঘটনা ঘটে। একটি জাহাজের শুল্কায়ন সম্পন্ন হয়। অন্যটির শুল্কায়নের জন্য নিয়মমতো ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার কথা। কিন্তু সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ার কারণে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে শুল্কায়ন সম্পন্ন করার চেষ্টা চালায়। এখানে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চট্টগ্রামের আওয়ামী লীগের সাংসদ ফজলে করিম চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ফজলে এন্টারপ্রাইজ।

এ প্রসঙ্গে ফজলে এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘ডেপুটি কমিশনার মো. আবদুল আলীম তাঁর (পিয়ন) সহকারী মো. রফিকুল ইসলামের মাধ্যমে নিয়মিত ঘুষ নেন। এই কাজের জন্য তাঁর পিয়ন ৫০ হাজার টাকা দাবি করলে আমরা ১০ হাজার টাকা দিতে সম্মত হই। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমদানিকারকের বিরুদ্ধে উল্টো কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।’

তবে উপকমিশনার মো. আবদুল আলীম সিঅ্যান্ডএফের কাছে ঘুষ চাওয়ার বিষয়টি স্বীকার করেননি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ক্ষোভ থেকে নয়, নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই আমদানিকারককে কারণ দর্শাতে বলা হয়েছে।

তবে ঘটনটি কাস্টম হাউসে ব্যাপক আলোচিত হয়। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলমের কক্ষে সিঅ্যান্ডএফ, আমদানিকারকের প্রতিনিধি ও উপকমিশনার মো. আবদুল আলীমকে মুখোমুখি করা হয়। সেখানে ঘুষ দেওয়ার কী প্রমাণ আছে, তা জানতে চাওয়া হয়। এই সময় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের প্রতিনিধি উপকমিশনারের পিয়ন রফিকুল ইসলামের সঙ্গে ঘুষ লেনদেনের কথাবার্তার অডিও শুনিয়ে দেন উপস্থিত সবাইকে। 

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ