কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওয়ে বন পাহারার দায়িত্ব পালনকালে অসতর্ক অবস্থায় নিজের বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছেন এক বনরক্ষী। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ভাদিতলা রাঙাঝিরি বনে এ ঘটনা ঘটেছে।
নিহত বনরক্ষী মো. আক্তারুজ্জামান (৪০) কক্সবাজার উত্তর বন বিভাগের ভোমারিয়াঘোনার রেঞ্জের আওতাধীন ভোমারিয়াঘোনা বিটে বনরক্ষী (ফরেস্ট গার্ড) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি যশোরের ইছাখালী গ্রামে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বুধবার দুপুরে সংরক্ষিত বনের ভেতরে দায়িত্ব পালনকালে বনরক্ষী মো. আক্তারুজ্জামান নিজের নামে বরাদ্দ করা বন্দুকের গুলিতে আহত হন। এরপর সহকর্মীরা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বন বিভাগ বা নিহতের পরিবার থেকে এখনো কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি। কী কারণে বা কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।
বন বিভাগের ভোমরিয়াঘোনা বিটের বনজায়গিরদার প্রধান (হেডম্যান) বাদশা মিয়া বলেন, ‘গভীর বনে মো. আক্তারুজ্জামানসহ আরও দুজন বন পাহারার দায়িত্বে ছিলেন। এ সময় আক্তারুজ্জামানের বন্দুকে ত্রুটি দেখা দিলে তিনি তা মেরামতের চেষ্টা করেন। একপর্যায়ে অসতর্কতাবশত বন্দুক থেকে একটি গুলি তাঁর গলায় বিদ্ধ হয়।’
ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খান বলেন, ‘নিজের বন্দুকের গুলিতেই আক্তারুজ্জামানের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’