চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশত ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিপণিবাগ বাজার এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগে অভিযান চালায়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদারসহ পৌরসভার কর্মকর্তারা।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার জানান, পৌরসভার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরাতে ইতিপূর্বে শহরে মাইকিং করা হয়। অভিযানের আগে অনেকে স্থাপনা সরালেও যাঁরা অবৈধ স্থাপনা সরাননি, তাঁদেরগুলো উচ্ছেদ করা হয়।
প্রথমে বিপণিবাগ বাজার এলাকায় অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়। ফুটপাত দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে সব স্থানেই উচ্ছেদ অভিযান চালানো হবে। এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে শহরে শৃঙ্খলা ফিরে আসবে এবং যানজটমুক্ত হবে।