কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লাকসাম থেকে ভারতীয় আতশবাজিসহ এনায়েত উল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন র্যাব সদস্যরা। গতকাল শনিবার রাতে উপজেলার বাইপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে কুমিল্লার লাকসাম উপজেলার বাইপাস এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় এনায়েত উল্লাহ (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তখন জব্দ করা হয় ৫ লাখ ২১ হাজার ভারতীয় তৈরি আতশবাজি। এনায়েত উল্লাহর বাড়ি লাকসাম থানার ত্রিয়াং এলাকায়।
র্যাব জানায়, এনায়েত উল্লাহ দীর্ঘদিন ধরে ভারত থেকে আতশবাজিসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী বাংলাদেশে এনে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করত। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।