হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কনটেইনার পরিবহনের বিশেষায়িত গাড়ি প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট স্থগিত করা হয়েছে। চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকারঘোষিত মজুরি প্রদানের দাবিতে গতকাল সোমবার সকাল ৬টা থেকে শুরু হয় প্রাইমমুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের এই ধর্মঘট। 

আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট স্থগিত করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এই ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার এবং আমদানি পণ্যবাহী যান চলাচল বন্ধ ছিল। বেসরকারি ডিপো থেকে বন্দরে আসেনি কোনো রপ্তানি পণ্য। একইভাবে আমদানি পণ্যবোঝাই কনটেইনারও বন্দর থেকে ডিপোতে আসেনি। এর ফলে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি পণ্য পরিবহনে অচলাবস্থা দেখা দিয়েছে। 

চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম খান বলেন, আজ বিকেল চারটা থেকে ধর্মঘট স্থগিত করা হয়েছে। 

মো. সেলিম খান বলেন, ‘আগামী বৃহস্পতিবারের (২৪ অক্টোবর) মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন আশ্বাসে আমরা ধর্মঘট স্থগিত করেছি। যদি দাবি মানা না হয়, তাহলে আবার কর্মসূচি ঘোষণা করা হবে।’ 

বাংলাদেশ প্রাইমমুভার ট্রেইলার মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট মুর্শেদ হোসেন নিজামী বলেন, ‘বর্তমান সড়ক পরিবহন আইন ও পণ্য পরিবহন আইনের সঙ্গে শ্রমিকদের এই দাবি সামঞ্জস্যহীন। আগামী বৃহস্পতিবারের মধ্যে সামঞ্জস্য রেখে একটি প্রস্তাব তৈরি করা হবে।’ 

ধর্মঘটের কারণে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ডিপোতে আনা-নেওয়ার কাজে প্রায় ৩৪ ঘণ্টা বিঘ্ন ঘটেছে। তবে বন্দরের ভেতরে জেটির জাহাজ, ইয়ার্ড ও টার্মিনালে কনটেইনার লোড-আনলোড, স্থানান্তর কার্যক্রম স্বাভাবিক ছিল। 

গতকাল সোমবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়ন। বন্দর থেকে অনচেসিস ডেলিভারির রপ্তানি পণ্যবোঝাই কনটেইনারগুলো বেসরকারি অফডক থেকে জাহাজিকরণের জন্য বন্দরে আনা এবং বন্দর থেকে আমদানি পণ্যবোঝাই কনটেইনার ডিপোতে নেওয়া কার্যত বন্ধ ছিল।

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

চট্টগ্রাম থেকে পাইপে তেল নারায়ণগঞ্জে

সেকশন