হোম > সারা দেশ > চট্টগ্রাম

হালদা নদীতে ভেসে উঠল ১২ কেজি ওজনের মৃত কাতলা মাছ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হালদা নদীতে ভাসমান অবস্থায় ১২ কেজি ওজনের একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে হালদা নদীর হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন আজিমের ঘাট এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়। তবে মাছটির মৃত্যুর কারণ জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া পিপিএম জানান, এক অভিযানে আজ সকালের দিকে হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়। এতে নেতৃত্ব দেন হালদা নদীর অস্থায়ী নৌ-ক্যাম্পের উপসহকারী পরিদর্শক (এএসআই) ওমর ফারুক।

এদিকে মৃত কাতলা মাছটি উদ্ধারের পর হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম। ইউএনও জানান, উদ্ধার করা মৃত কাতলা মাছটির ওজন ১২ কেজি এবং দৈর্ঘ্য ৩ দশমিক ৫ ফুট ও প্রস্থ ২ দশমিক ৫ ফুট। মাছটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

উল্লেখ্য, দেশের মিঠাপানির কার্পজাতীয় মা-মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদী।

এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, মৃত কাতলা মাছটির বয়স ছয় বছর। মৃত অবস্থায় উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাছটি ল্যাবরেটরিতে আনা হয়েছে। ময়নাতদন্তের পরই মাছটির মৃত্যুর কারণ জানা যাবে। 

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সেকশন