Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঙালি সাজে ইতালিয়ান তরুণী, প্রেমের টানে এসেছেন বাংলাদেশে

রামু (কক্সবাজার) প্রতিনিধি

বাঙালি সাজে ইতালিয়ান তরুণী, প্রেমের টানে এসেছেন বাংলাদেশে

এবার প্রেমের টানে কক্সবাজার রামুতে এসেছেন এক ইতালিয়ান তরুণী রুবের্তা খারজু (২৩)। উপজেলার হাইটুপি গ্রামের তরুণ রুনেক্স বড়ুয়ার (২৮) ঘর বাঁধতে তিনি বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে। গত বুধবার রুনেক্স বড়ুয়ার সঙ্গে ইতালিয়ান এ তরুণী বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে।

এদিকে অল্প কিছুদিনের মধ্যে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রুনেক্সের পরিবার। রুনেক্স রামু উপজেলার হাইটুপি গ্রামের বিকাশ বড়ুয়া ও সুমি বড়ুয়া দম্পতির ছেলে।

শুক্রবার সকালে কক্সবাজারের রামুর হাইটুপি এলাকায় রুনেক্স বড়ুয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বাঙালি ঢঙে শাড়ি পরেছেন ইতালিয়ান ওই তরুণী। রুনেক্সের মায়ের সঙ্গে করছেন রান্নায় সহযোগিতা করছেন। পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে বাংলায় কথা বলা শিখছেন। ভাঙা বাংলা শব্দে কথাও বলছেন ইতালিয়ান ওই তরুণী।

প্রেমের টানে বাংলাদেশে এসেছেন ইতালিয়ান তরুণী। রুনেক্সের পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে কাজের জন্য ইতালি যান রুনেক্স বড়ুয়া। সেখানে একটি হোটেলে রুবের্তা খারজু ও তিনি একসঙ্গে কাজ করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এদিকে ইতালিয়ান তরুণী রুবের্তা খারজু পেয়ে খুশি রুনেক্সের পরিবারের অন্যান্য সদস্যরা। রুনেক্স বড়ুয়ার মা সুমি বড়ুয়া আজকের পত্রিকাকে জানান, তাদের পরিবার খুব খুশি। ছেলের বিদেশি বউয়ের বিষয়ে আগে থেকেই জানতেন তিনি। ছেলের পছন্দ তার পছন্দ। প্রতিবেশীরা ব্যাপক উদ্দীপনা নিয়ে তরুণীকে দেখতে আসছে।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার