সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে হলুদ-মরিচের গুঁড়া মসলায় ইটের গুঁড়া মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগে দুই দোকানিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে সোনাগাজী পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। অভিযানে প্রায় ২০ মণ ভেজাল মসলার গুঁড়া জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহীদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ হলুদ–মরিচের গুঁড়া মসলায় ইটের গুঁড়া মিশিয়ে বাজারজাত করে আসছেন। আমির হোসেনও মেয়াদহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন। এমন খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।