নোয়াখালী প্রতিনিধি
তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার মনোনয়ন যাচাই-বাছাই শেষ হয়েছে। এতে ৩৭ জনের মনোনয়ন বৈধ হয়েছে। আর তথ্যের গরমিল থাকায় সেতুমন্ত্রীর ভাইসহ চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
আজ রোববার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য সঠিকভাবে উল্লেখ না করে তথ্য গোপনের অভিযোগে বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে এ এস এম সেলিমের মনোনয়নপত্র এবং কোম্পানীগঞ্জে শাহাদাত হোসেন হলফনামায় চারটি মামলার তথ্য গোপন করায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই অভিযোগে বেগমগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. নুর হোসেন মাসুদ ও মো. মনির হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৬ থেকে ৮ মে মধ্যে প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন। ২৯ মে তৃতীয় ধাপে নোয়াখালীর সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ হবে।