Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

১২ হাজার টন পাম তেল নিয়ে বন্দরে ভিড়ল আরেক জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১২ হাজার টন পাম তেল নিয়ে বন্দরে ভিড়ল আরেক জাহাজ

বারো হাজার টন পাম তেল নিয়ে আরো একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। ‘এমটি সুমাত্রা পাম’ নামের জাহাজটি আজ শুক্রবার সকালে বন্দরের বহির্নোঙ্গরে এসে পৌঁছায় বলে জানিয়েছেন বন্দর সচিব ওমর ফারুক। টি কে গ্রুপ এই তেল আমদানি করেছে।

আজকের পত্রিকাকে ওমর ফারুক বলেন, ‘গত ২৯ এপ্রিল থেকে আজ পর্যন্ত মোট পাঁচটি জাহাজ চট্টগ্রাম বন্দরে তেল নিয়ে এসেছে। এর মধ্যে আজ এমটি সুমাত্রা নামে একটি জাহাজ ১২ হাজার টন পাম তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। আগামীকাল জাহাজটি থেকে তেল খালাসের কাজ শুরু হবে।’

বন্দর সচিব আরও বলেন, ‘গত এক সপ্তাহে পাঁচটি জাহাজে মোট ৬০ হাজার টন তেল এসেছে। এর মধ্যে চারটি জাহাজে আসা ৪৮ হাজার টন তেল খালাসের কাজ চলছে। ইন্দোনেশিয়া তেল রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করার আগেই জাহাজগুলো ওই জলসীমা ত্যাগ করে।’

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি বন্ধ করে দেয়। নিষেধাজ্ঞার আগে এই তেল আমদানির ঋণপত্র (এলসি) খোলা হয়েছিল। নিষেধাজ্ঞা কার্যকরের আগেই জাহাজগুলো ওই দেশের জলসীমা ত্যাগ করে। এর মধ্যে বৃহস্পতিবার এমটি সানজিন ৩০২৫ জাহাজে করে ১২ হাজার ২০০ টন, এর আগে গত শনিবার এমটি অউ তৌরুজ নামের জাহাজে করে ৩ হাজার ৩০০ টন পাম তেল চট্টগ্রামে নিয়ে আসা হয়।

লক্ষ্মীপুরে ‘ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারায় এলাকাবাসী

সরাইলে ঝোপে পড়ে ছিল জীবিত কন্যাশিশু

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার