কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় গত চার দিন টানা বৃষ্টি ও উজানের পানিতে গোমতী নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুমিল্লা উপজেলাসহ দেবীদ্বার ও বুড়িচং এলাকার নদী তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শত শত বাড়িঘর পানিতে ডুবে গেছে। বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ।
প্রশাসন থেকে মাইকিং করে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হচ্ছে। কিছু কিছু এলাকার মানুষকে আসবাব নিয়ে অন্যত্র যেতে দেখা গেছে।
গোমতীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় কুমিল্লা সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত ৮৫ কিলোমিটার গোমতী বাঁধের দুর্বল অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। গোমতীর চরের চার হাজার একর ফসলি জমির সবজি খেত প্লাবিত হয়েছে। এদিকে ভারী বর্ষণে কুমিল্লা নগরীর অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান আজকের পত্রিকাকে জানান, গত ১৭ আগস্ট থেকে ২০ আগস্ট চার দিনে কুমিল্লায় ৩২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৭৯ মিলিমিটার।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা আজকের পত্রিকাকে বলেন, কুমিল্লার গোমতী নদীর পানি সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার অংশে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুড়িচং, দেবীদ্বারসহ বেশ কিছু উপজেলায় কিছুটা কম। তবে এখান দিয়ে পানির প্রবাহ কমলে অন্যদিক দিয়ে বেড়ে যায়।