হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে পোষা কুকুর দিয়ে হরিণ শিকার, পরে বনে অবমুক্ত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডে পোষা কুকুর দিয়ে দলছুট হরিণ শিকার করার অভিযোগ উঠেছে। আজ সোমবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা। তাঁরা ঘটনাস্থল থেকে হরিণটি উদ্ধারের পর বনে অবমুক্ত করেন।

উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ডের রেঞ্জ কর্মকর্তা রনি আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি গুলিয়াখালি সাগর উপকূলের ম্যানগ্রোভ বনে ছয়টি হরিণ অবমুক্ত করা হয়। হরিণগুলোর মধ্য থেকে একটি আজ দুপুরে বন থেকে বেরিয়ে অলিনগর উপকূলীয় এলাকায় চলে আসে। এ সময় হরিণটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন।

পরে আলাউদ্দিন তাঁর পোষা কুকুর হরিণের পেছনে লেলিয়ে দেন। কুকুরের ধাওয়ায় কাদায় আটকে গেলে তিনি হরিণের পায়ে রশি বেঁধে ওপরে তুলে আনেন। এ সময় স্থানীয় বাসিন্দারা হরিণের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

বিষয়টি জানাজানি হলে হরিণটি উদ্ধারে স্থানীয়রা উপকূলীয় বন বিভাগের কর্মকর্তাদের জানান। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হরিণটি উদ্ধারের পর বনে অবমুক্ত করেন।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা রনি আলী বলেন, ‘হরিণ শিকার ও হত্যা বন্য প্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। পোষা কুকুর লেলিয়ে দিয়ে হরিণ আটকের খবর পেয়ে কয়েকজন কর্মকর্তাসহ বিট কর্মকর্তাকে সেখানে পাঠাই। তাঁরা হরিণটি উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছেন। বিকেলে হরিণটিকে আবার উপকূলীয় বনে ছেড়ে দিয়েছেন।’

রনি আলী আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি হরিণটিকে জবাই করে খেয়ে ফেলার উদ্দেশ্যে আটক করেছিলেন বলে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুসারে তাঁরা জানতে পারেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ