হোম > সারা দেশ > চট্টগ্রাম

কমলনগরে কিশোরীকে আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

গ্রেপ্তার মো. ওমর রাহিম। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে এক কিশোরীকে আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি মো. ওমর রাহিমকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুরের জমিদারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওমর রাহিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাইমুনা আক্তার (১৫) নামের অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত ও কুৎসা রটাতেন। এসব ঘটনায় অপমান সইতে না পেরে ওমর রাহিমকে দায়ী করে লেখা একটি চিরকুট ওই ছাত্রী আত্মহত্যার পর উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন র‍্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ। তিনি বলেন, ‘কিশোরী আত্মহত্যার পর থেকে ওমর পলাতক ছিলেন। প্রাথমিকভাবে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে।’

ওমর রাহিমের বাড়ি কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরলরেন্স গ্রামে। নিহত মাইমুনা আক্তার একই গ্রামের আবুধাবিপ্রবাসী মো. মামুনের মেয়ে। সে উপজেলার আল আরাফা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

র‍্যাব সূত্র জানায়, মাদ্রাসায় যাওয়া-আসার পথে ওমর রাহিম বিভিন্ন সময়ে মাইমুনাকে উত্ত্যক্ত করতেন। ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে ওমর রাহিম আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে মাইমুনাকে নিয়ে ওমর এলাকায় বিভিন্ন কুৎসা রটান। এসব ঘটনায় অপমান সহ্য করতে না পেরে গত ২৩ অক্টোবর সকালে মাইমুনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত্যুর জন্য ওমরকে দায়ী ও তাঁর বিচার দাবি করে চিরকুট লেখে গেছে মাইমুনা। পরে পুলিশ ওই চিরকুট উদ্ধার করে।

আত্মহত্যা ঘটনার পরদিন মাইমুনার মা বাদী হয়ে কমলনগর থানায় ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ১৮ দিন পর ওমর রাহিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সেকশন