Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফুলগাজী সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র আহত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফুলগাজী সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র আহত

ফেনীর ফুলগাজীর খাজুরিয়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. রাজন (১৭) নামে কলেজছাত্র আহত হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে সীমান্তের ২১৭৭ নম্বর সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

আহত কলেজছাত্র উপজেলার আমজাদহাট ইউনিয়নের সীমান্তবর্তী খাজুরিয়া গ্রামের আবদুস শুক্কুরের ছেলে। সে পরশুরাম সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

আহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার পূর্ব খাজুরিয়া গ্রামের বাসিন্দা মো. রাজন বাড়ি যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় কার্তুজের সেল এসে রাজনের গায়ে পড়লে সে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা জানান, রাতে দোকান থেকে মোবাইল ফোনের আলো জ্বেলে বাড়ি ফেরার পথে বিএসএফ চোরাকারবারি সন্দেহে গুলি ছুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

রাজনের বাবা আবদুস শুক্কুর বলেন, ‘বর্তমানে রাজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে সে শঙ্কামুক্ত।’ 
 
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।’ 

অন্যদিকে খাজুরিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডার ওমর ফারুক বিএসএফের গুলিতে কিশোর আহত হওয়ার বিষয়ে অবগত নয় বলে জানান।

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

সাহরিতে খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মায়ের মামলা

সম্পত্তির জন্য বৃদ্ধকে হাত-পা বেঁধে ১৩ দিন ধরে নির্যাতন স্ত্রী–সন্তানদের

আইনশৃঙ্খলার অবনতি আতঙ্কে জনসাধারণ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই পক্ষের গোলাগুলি, যুবক নিহত

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ-জিপ

প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে: উপদেষ্টা

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ