নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সন্দ্বীপে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আব্দুল ওহাব (৭১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুল ওহাব ওই এলাকার হানিফ মাস্টারবাড়ির বাসিন্দা ছিলেন।
এ বিষয়ে স্থানীয় মগধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, মসজিদে আসরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আব্দুল ওহাব। পথে একটি গাছের ডাল ভেঙে তাঁর মাথায় পড়ে। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আব্দুল ওহাবের স্ত্রী ও এক ছেলে রয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন অফিসও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।