হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

শুক্র-শনিবারের সঙ্গে ঈদে মিলাদুন্নবীসহ টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় জমেছে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে। বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ। রিসোর্টে জায়গা না পেয়ে অনেক পর্যটক খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে রাত কাটিয়েছেন। 

এদিকে পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাঁরা রুম পেয়েছেন তাঁদের অনেকেই তিন মাস আগে রিসোর্ট ও কটেজ বুকিং দিয়ে রেখেছিলেন। 

অন্যদিকে পর্যটকের বাড়তি চাপ সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছেন খাবারের হোটেল ও রিসোর্টের মালিকেরা। 

সাজেকের পর্যটন ব্যবসায়ী ও রিসোর্টের মালিক জেরি লুসাই আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক পর্যটক রুম না পেয়ে সকালে এসে বিকেলে ফিরে গেছেন। পর্যটকদের চাপ সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে। তবে পর্যটকেরা ভীষণ উপভোগ করছেন।’ 

হারুনর রশীদ নামের এক পর্যটক আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়তি নিরাপত্তা ও প্রাকৃতিক মনোরম পরিবেশ সাজেককে জনপ্রিয় করে তুলছে। তবে সাজেকে সড়কের অবস্থা খুবই খারাপ। দ্রুত সংস্কার না করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’ 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, ‘টানা তিন দিনের সরকারি ছুটির ফলে সাজেকে পর্যটকের ভিড় জমেছে। বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ। তাই পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন