হোম > সারা দেশ > রাঙ্গামাটি

সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

শুক্র-শনিবারের সঙ্গে ঈদে মিলাদুন্নবীসহ টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় জমেছে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে। বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ। রিসোর্টে জায়গা না পেয়ে অনেক পর্যটক খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে রাত কাটিয়েছেন। 

এদিকে পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাঁরা রুম পেয়েছেন তাঁদের অনেকেই তিন মাস আগে রিসোর্ট ও কটেজ বুকিং দিয়ে রেখেছিলেন। 

অন্যদিকে পর্যটকের বাড়তি চাপ সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছেন খাবারের হোটেল ও রিসোর্টের মালিকেরা। 

সাজেকের পর্যটন ব্যবসায়ী ও রিসোর্টের মালিক জেরি লুসাই আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক পর্যটক রুম না পেয়ে সকালে এসে বিকেলে ফিরে গেছেন। পর্যটকদের চাপ সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে। তবে পর্যটকেরা ভীষণ উপভোগ করছেন।’ 

হারুনর রশীদ নামের এক পর্যটক আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়তি নিরাপত্তা ও প্রাকৃতিক মনোরম পরিবেশ সাজেককে জনপ্রিয় করে তুলছে। তবে সাজেকে সড়কের অবস্থা খুবই খারাপ। দ্রুত সংস্কার না করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’ 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, ‘টানা তিন দিনের সরকারি ছুটির ফলে সাজেকে পর্যটকের ভিড় জমেছে। বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ। তাই পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ