হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রে বেড়েছে উৎপাদন, চালু হলো ৩ নম্বর ইউনিট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে পানির ওপর নির্ভরশীল দেশের একমাত্র রাঙামাটির কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়েছে। চালু করা হয়েছে ৩ নম্বর ইউনিট।

কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল)। কাপ্তাই হ্রদে বর্তমানে ৮৯ দশমিক ৭৬ এমএসএল পানি থাকার কথা থাকলেও আজ সকাল ৯টা পর্যন্ত ৭৭ দশমিক ০৪ এমএসএল পানি রয়েছে।

আজ রোববার সকালে কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রে ৫টি ইউনিটের মধ্যে ৩টি ইউনিটে মোট ৯৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ২ নম্বর ইউনিটে ৩৯ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৯ মেগাওয়াট ও ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এ ছাড়া ১ নম্বর ইউনিট পুনর্বাসনের জন্য বন্ধ থাকলেও ৪ নম্বর ইউনিটটি হ্রদে পানির বৃদ্ধি পেলে প্রয়োজনে চালু করা হবে বলেও জানান তিনি।

কেন্দ্রের ব্যবস্থাপক আরও বলেন, এখন বর্ষা মৌসুম প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ফলে ধীরে ধীরে কাপ্তাই হ্রদে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে।

উল্লেখ্য, কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ