হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরীর বুকে তিন ছানা, জয়ার ঘরে শোক

প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম চিড়িয়াখানার দুই বাঘিনী পরী ও জয়া। পরীর বুক-জুড়ে এসেছে তিন ব্যাঘ্র শাবক। জয়ার ঘরে দুটি শাবক এলেও খালি হয়েছে বুক। জন্ম নিলেও পৃথিবীর বাতাসে দম নিয়েছে অল্প কিছুক্ষণ। গত বৃহস্পতিবার (৬ মে) পরীর গর্ভের তিন শাবক ও শুক্রবার (৭ মে) জয়ার গর্ভের দুই শাবক ভূমিষ্ঠ হয়। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সোমবার (১০ মে) বিষয়টি গণমাধ্যমকে জানায়।

সোমবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরী গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টার মধ্যে তিনটি শাবকের জন্ম দেয়। শাবকগুলো সুস্থ আছে। এদের ওজন ৯০০ গ্রাম থেকে এক কেজি।

তিনি আরও বলেন, পরীর ঘরে আলো ফুটলেও ‘জয়ার’ দুটি শাবকই মারা গেছে। জন্মের পর দুধ না পাওয়ায় পরদিন এদের মৃত্যু হয়। এ সময়টাতে বাঘিনী খুব আক্রমণাত্মক থাকে। তাই আমরা কাছেও যেতে পারিনি যে বাচ্চাগুলোকে আলাদা করে নিয়ে দুধ দিব। মারা যাওয়া এই দুই শাবকের একটি সাদা বাঘ ছিল।'

নতুন তিনটি শাবকসহ চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়।

এর আগে ২০২০ সালের ১৪ নভেম্বর বাঘিনী জয়ার ঘরে জন্ম নেয় তিন শাবক। এদের মধ্যে দুটি শাবক মারা গেলেও মুমূর্ষু তৃতীয় শাবকটি কিউরেটর শাহাদাত হোসেনের সেবা-যত্নে প্রাণ ফিরে পায়। শাবকটির নাম জো বাইডেন। গত ২১ এপ্রিল এটিকে খাঁচায় ছেড়ে দেওয়া হয়।

এর আগে ২০১৬ সালের ৯ ডিসেম্বর ৩৩ লাখ টাকায় কেনা ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। ২০১৮ সালের ১৯ জুলাই রাজ-পরি যুগলের তিনটি ছানার জন্ম হয়, যার মধ্যে দুটি ছিল হোয়াইট টাইগার, অন্যটি কমলা-কালো ডোরাকাটা। পরদিন একটি হোয়াইট টাইগার মারা যায়। অন্য সাদা বাঘিনীটির নাম রাখা হয় শুভ্রা। কমলা-কালো বাঘিনীটির নাম দেয়া হয় জয়া। শুভ্রা বাংলাদেশের প্রথম সাদা বাঘ।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন